|
---|
নিজস্ব সংবাদদাতা- প্রতি বছরের ন্যায় এ বছরও 25 শে সেপ্টেম্বর সিউড়ি DRDC হলে পুরস্কৃত করা হলো বিভিন্ন চক্রের নির্মল বিদ্যালয়গুলিকে। উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, প্রলয় নায়েক ছাড়াও প্রমুখ ব্যক্তিত্ব। 2018 সালের পাইকর চক্র থেকে নির্মল বিদ্যালয়ের পুরস্কার ছিনিয়ে নিল পাইকর হাই মাদ্রাসা ও ভোগার পাড়া প্রাথমিক বিদ্যালয়। ” 700 কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করিনা নিঃস্ব” স্লোগানকে সামনে রেখে এ বছর এক সপ্তাহ জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে পরিবেশ সপ্তাহ পালিত হয়। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্ত না করে এবং প্রকৃতিকে বিরূপ না করে তোলে , সেই জন্যই পৃথিবীবাসীকে সচেতন করতে এবারের পরিবেশ দিবস মূল লক্ষ্য ছিল। নির্মল বিদ্যালয়ের পুরস্কার হাতে পেয়ে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ সাথে এলাকার মানুষ।
ভোগারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজ্জাকুল ইসলাম সুমন জানান খুবই ভালো লাগছে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়ে, এর জন্য আমাদের বিদ্যালয়ের প্রতিটি সরকারি শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অবদান রয়েছে। আমরা ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করে যেতে চাই ।