|
---|
আব্দুল মান্নান,বীরভূম,নতুন গতি :
জেলার মুরারই থানার পাইকর গ্রামের গ্রামীণ হাসপাতালে যে একটি মাত্র সুলভ শৌচালয় আছে সেটার বর্তমানে করুন অবস্থা।জলের পাইপ ফেটে অনবরত জল পড়ছে ফলে শৌচালয়ের ভিতরে ঢোকা যাচ্ছে না। তাছাড়া শৌচালয়ের ভিতরে জল জমে মশার লাভার আরত হয়ে পড়েছে। এই শৌচালয় দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকলেও হসপিটাল কর্তৃপক্ষের কোন হেলদোল নেই।
এই দুর্দশার কারণে বাহির থেকে আগত রোগীদের পরিবারদের চরম নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে।তাছাড়া আরও একটি বড় সমস্যা হলো হসপিটালের এমার্জেন্সি তে ঢোকার রাস্তা।বড় বড় গর্ত এবং সেখানে হাসপাতালে জল ট্যাংকির উপচে পড়া জল থেকে গর্ত গুলো সব সময় জল ভর্তি হয়ে থাকে।
এলাকাবাসী দীর্ঘদিন এই অবস্থা থেকে ক্ষোভে ফুঁসছেন। পাইকর এর বাসিন্দা নাসিম খান এর কথায়-আমরা দীর্ঘদিন ধরে এ অবস্থা দেখছি, রোগীর আত্মীয়রা বাথরুমের জন্য খুব সমস্যায় পড়েন। হসপিটাল কর্তৃপক্ষ এই দুর্দশা চোখে দেখেও না দেখার ভান করে থেকে যাচ্ছে।