|
---|
সেখ সামসুদ্দিন, ১৫ এপ্রিলঃ প্রবাসী বাঙালি, আমেরিকার লসভেগাস নিবাসী হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ ও হায়দ্রাবাদ নিবাসী সোনালী সামান্ত ওরফে সোনালী দাঁ ভাইবোনে প্রয়াত বাবার বৎসর পূর্তি উপলক্ষ্যে ইটভাটা শ্রমিকদের দুপুরের আহার করানো উদ্যোগ নেন। মেমারির সমাজসেবী সংস্থা টিম আঁচলের সহযোগিতায় শতাধিক ইটভাটা শ্রমিকদের সপরিবারে এই কর্মসূচি আয়োজিত হয়। আজকের মেনু ছিল ভাত, ডাল, সবজি, মুরগির মাংস, চাটনি পাাঁপর, রসগোল্লা ইত্যাদি। আঁচল সংস্থা প্রবাসী ভাইবোনের উদ্যোগে পাশে থেকে গরীব মানুষের জন্য কাজ করতে পেরে খুশি বলে প্রতিক্রিয়া দেন। সমস্ত কাজের তদারকিতে ছিলেন মেমারি শহরের সমাজসেবী শুভেন্দু গুহ।