বিজেপির মিছিল থেকে পাকিস্থান জিন্দাবাদ স্লোগান: নির্দোষ মুসলিমদের মুক্তির দাবিতে SDPI এর বিশাল প্রতিবাদ মিছিল

নতুন গতি ওয়েব ডেস্ক: কর্ণাটকের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের ঘোষণার পর ম্যাঙ্গালোরে বিজয় মিছিল থেকে পাকিস্থান জিন্দাবাদ স্লোগান শুনতে পাওয়া যায়। পঞ্চায়েত নির্বাচনে ম্যাঙ্গালোরে ১৫০ অধিক আসনে জয়লাভ করে এসডিপিআই। প্রাথমিক ভাবে মিডিয়া দাবি করে এসডিপিআই এর মিছিল থেকে এই স্লোগান দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম যুবককে গ্রেফতার করা হয়। পরে তদন্ত রিপোর্টে উঠে আসে বিজেপির মিছিল থেকে এই পাকিস্থান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়।

    অবিলম্বে দেশদ্রোহী স্লোগানে অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতারির দাবিতে ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নির্দোষ মুসলিমদের মুক্তির দাবিতে শুক্রবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ডাকে ম্যাঙ্গালোরে এসপি অফিস অভিযান ও বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই দিনের এই বিক্ষোভে হাজার হাজার মানুষের যোগদানে জনসমুদ্রের আঁকার ধারণ করে। বিজেপি বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা শহর। এই দিনের এসপি অফিস অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সম্পাদক আলফানসো ফ্রানকএসপি অফিস শেষে এসডিপিআই এর পক্ষ থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার ও নির্দোষ মুসলিমদের মুক্তির দাবি জানিয়ে জেলা পুলিশ অধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়।