ফিরে এলো পলাশীর সেই বেদনা ঘন স্মৃতি চিত্রণে ও মননে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : গত ২৩ শে জুন,২০২৫ ছিল পলাশীর যুদ্ধের সেই বেদনা ঘন স্মৃতি যাপনের দিন। এই দিনে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে। এ বছর ছিল ২৬৯ তম পলাশী দিবসের উদযাপন। এই উপলক্ষে রুশ দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র গোর্কি সদনে শুরু হলো তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও নবাব সিরাজউদ্দৌলার ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পলাশীর যুদ্ধের মর্মান্তিক পরিসমাপ্তি বিষয়ক আলোচনা চক্র। আয়োজক, বারাসাত আকাদেমি অফ কালচার এবং রাশিয়ান ফেডারেশনের রাশিয়ান সেন্টার ফর সায়েন্স এন্ড কালচার। প্রদর্শনী মূল আকর্ষণ ছিল শিল্পী নসিবা খাতুনের আঁকা নবাব পরিবারের উপর মিনিয়েচার আর্ট। শিল্পী মানিক দেবনাথ এর আঁকা মুগ ডালের উপর আঁকা নবাব সিরাজদৌলার ছবি। চিত্র প্রদর্শনী ও পলাশী দিবসের উপর আলোকপাত করেন যে সব বিশিষ্টজন, তাদের মধ্যে ছিলেন নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সৈয়দ মোহাম্মদ আজগর রেজা, বারাসাত আকাদেমি কালচারের প্রধান শিল্পী তৈয়ব উল ইসলাম ,বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব তারিখ চয়ন, রাশিয়ান ভাইস কনসাল জেনারেল Ms. Ekaterina Tyurina, গোর্কি সদনের অনুষ্ঠান আধিকারিক গৌতম ঘোষ ও কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামের আর্কিওলজি কনসালটেন্ট সত্যকাম সেন, শিক্ষক শ্রী প্রদীপ রক্ষিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য ইতিহাস প্রেমী মানুষ। প্রদর্শনী চলবে ২৬.০৬.২৫ তারিখ পর্যন্ত।