|
---|
সংবাদদাতা : প্যালেস্টাইন ভূখণ্ডে স্বৈরাচারী ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সংখ্যালঘু যুব ফেডারেশন। ইসরাইল ধ্বংস হোক, ফিলিস্তিন মুক্তি পাক। যুদ্ধ নয়, শান্তি চাই। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের দখলদার মুক্ত করতে এই স্লোগানে মুখরিত হয়। ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পানীয় জলের পাইপ লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান দ্যর্থহীন ভাষায় তারও প্রতিবাদ জানান। এদিন প্রতিবাদ আন্দোলনের আহ্বায়ক সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন আমাদের দেশের রাষ্ট্র নেতারা বরাবর মজলুম ফিলিস্তিনের নাগরিকের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পররাষ্ট্রনীতির পরিবর্তন করে স্বৈরাচারী কুখ্যাত ইসরাইলের পক্ষে সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যা ভারতের মতো দেশের জন্য লজ্জাজনক। কেননা আমাদের দেশ সব সময় ন্যায় বিচারের পক্ষে থেকেছেন। কিন্তু আজকে বিজেপি সরকার ফিলিস্তিনি নাগরিকের ন্যায় বিচারের পক্ষে মত দেওয়ার পরিবর্তে স্বৈরাচারী ইসরাইলের পক্ষে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, ডা. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, খলিল মল্লিক, মাহমুদুল হাসান, বাবর হোসেন, গোলাম রহমান প্রমুখ।