পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন

সেখ সামসুদ্দিন : ৮ ফেব্রুয়ারী থেকে পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হল। সরকারী নিয়ম মোতাবেক ৪৫ থেকে ৫৯ পর্যন্ত বয়ষী মানুষ নানা রোগাক্রান্ত বা কোমরবিটি থাকলে এবং ৬০ ও উর্দ্ধ সবাই সবাই এই সুবিধা পাবেন। এদিন বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ১জন মহিলাকে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়। ২৮ জন মহিলা সহ প্রায় ৭০জন এদিন প্রথম ডোজ নেন। সকলেই সুস্থ ও স্বাভাবিক আছেন, কোনোরকম সমস্যা নেই বলেই জানান হাসপাতালের চিকিৎসক অপরাজিতা চ্যাটার্জী। এদিন প্রথম ভ্যাকসিন নেওয়া মৃদুলা সরকার জানান বিভ্রান্তির কিছু নেই, কোনোরমম পার্শপ্রতিক্রিয়া হয়নি। সকলের ভ্যাকসিন নিতে এগিয়ে আসা উচিত।