পাল্লারোড গার্লস হাই স্কুলে বিদ্যাসাগরের মূর্তি দিলেন শিক্ষিকা ডালিয়া বেগম

লুতুব আলি, বর্ধমান, ২৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমানের পাল্লারোড গার্লস হাইস্কুলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মেমারীর বিধায় ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি প্রদান করেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ডালিয়া বেগম।উল্লেখ্য, তিনি পার্লারোড গার্লস হাই স্কুলে ১৮ বছর শিক্ষকতা করার পর ট্রান্সফার নিয়ে বর্ধমান শহরের বাবুর বাগ সি এম এস হাই স্কুলে চলে গেছেন। এই বিদ্যালয় তাঁকে ছেড়ে দিলেও তিনি কিন্তু বিদ্যালয়কে ছাড়তে পারেননি। এখনো তিনি তার স্মৃতি বিজড়িত এই বিদ্যালয় কে নিজের বিদ্যালয় হিসেবেই মনে করেন। ডালিয়া বেগম বলেন, নারী শিক্ষার ব্যাপারে বিদ্যাসাগর মহাশয় একজন পথিকৃৎ। চিরন্তন এই সমাজ সংস্কার কে যাতে প্রাত্যহিক সকলেই স্মরণ করতে পারেন তার জন্য এই বিদ্যালয়ের প্রবেশদ্বারে ই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানোর জন্য আমার একটি ছোট্ট প্রয়াস কে বাস্তবায়িত করার প্রয়াস। আরও উল্লেখ্য, এই বিদ্যালয়ের শিক্ষিকা সরস্বতী পন্ডিত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তখন তিনি বিদ্যালয় উন্নয়নের জন্য এক লক্ষ টাকার চেক দিতে চেয়েছিলেন। তাঁর দুরবস্থা দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস তা গ্রহণ করেননি। এই ঘটনা তাঁর স্বামী এবং পুত্র ও জানতেন। সরস্বতী দেবীর মৃত্যুর পর তাঁর পুত্র চাকরি পান। তাঁর স্বামী পেনশন পাচ্ছেন। এদিনের মহতী অনুষ্ঠানে সরস্বতী দেবীর বাসনাকে পরিপূর্ণভাবে রূপ দিলেন প্রয়াত শিক্ষিকার স্বামী ও পুত্র। শিক্ষিকা ডালিয়া বেগম বিদ্যাসাগরের যে আবক্ষ মূর্তিটি প্রদান করেছেন সেই আবুখ্যমূর্তিটি যেখানে বসানো হয়েছে সরস্বতী দেবীর স্বামী ও পুত্রের আর্থানুকুলে ভেদিটি তৈরি করা হয়েছে। একজন প্রাক্তনী। অপরজন প্রয়াত। এই দুইজন শিক্ষিকার মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ায় বিদ্যাসাগরের জন্মদিনের অনুষ্ঠানে সকলেই বাহবা দিয়েছেন। বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন ঘটানো প্রধান শিক্ষিকা মৌসুমী দাসের অগ্রণী ভূমিকার ব্যাপারে অনেকের সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও দর্শন নিয়ে মননশীল আলোচনা, নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটক ও পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা নবগ্রাম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মন্ডল, দলুই বাজার ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কোরা, উপপ্রধান পার্থ সারথী খাঁ, মেমারি ১নং বি ডি ও এর প্রতিনিধি হিসেবে সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাধন দে, বিশিষ্ট শিক্ষক মোঃ জাহাঙ্গীর সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা মৌসুমী দাস।