|
---|
সেখ সামসুদ্দিনঃ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে দুর্গাপুজো নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় বর্ধমান লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিল বর্ধমানের প্রায় ২০০ টি পুজো কমিটি। এদিন তাদের হাতে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি পক্ষ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে ২০০০ টাকার গিফট কুপন তুলে দেয়া হলো। যার বিনিময়ে ২০০০টাকা অবধি বিনামূল্যে মাস্ক ও স্যানেটাইজার নিতে পারবে পুজো কমিটি গুলি,এর থেকে বেশী পরিমাণ মূল্যের মাস্ক স্যানেটাইজার কিনলে ৪০% অফ থাকবে মোট মূল্যের উপর। অনেক ছোট বড় পুজো কমিটিগুলির পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ পল্লিমঙ্গলের। এর জন্য সমিতির নিজস্ব তহবিল থেকে খরচ হবে প্রায় ৪ লক্ষ টাকা, সঠিক মূল্যে ও সঠিক কোয়ালিটির মাস্ক ও স্যানেটাইজার যাতে পুজো কমিটিরগুলি পেতে পারে তার জন্য উদ্যোগ নিচ্ছে পল্লীমঙ্গল সমিতি। এছাড়াও এদিন “কুটির শারদ সম্মান ২০২০”র ঘোষণা করা হয়। ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে- সেরা পুজো (১) হাইজেনিক মেনটেন,(২) কোভিড অ্যাওয়ারনেস,(৩) ভিড় নিয়ন্ত্রণ ,(৪) নিয়ম শৃংখলা, কোভিড নিয়ে পুজো কমিটি গুলোকে সচেতন রাখতেই এই শারদ সম্মানের আয়োজন বলে জানান সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।