সামনেই পঞ্চায়েত ভোট তার আগে বাসন্তীতে অস্ত্র কারখানার খোঁজ উদ্ধার বহু বন্দুক! ধৃত দুই ব্যক্তি

নুরউদ্দিন:দক্ষিণ 24 পরগনার বাসন্তী রামচন্দ্র খালি গ্রামে একটি বাড়ির আড়ালে অস্ত্র কারখানার হদিস। গ্রেপ্তার ২ ব্যক্তি, নাম মোতালেব পুরকাইত ও জয়নাল মোল্লা। ওই ব্যক্তির বাড়ির ভিতর দীর্ঘদিন ধরে এই কারবার চালাত ওই দুজন ব্যক্তি। এদের থেকে একাধিক বন্দুক উদ্ধার হয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরীর সরঞ্জাম। সামনেই পঞ্চায়েত ভোট তার আগে এইসব বন্দুক কোথায় কোথায় পাচার হচ্ছে তা খতিয়ে দেখছেন বারুইপুর জেলার পুলিশ সুপার পুষ্পা ম্যাডাম। ওই দুই ধৃতকে পুলিশ হেফাজতে নেবে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ঘটনা দেখে পুলিশ প্রশাসনের চক্ষু চড়ক গাছ। আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা।

     

     

     

     

    বাসন্তী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।