|
---|
আলিফ ইসলাম : মেমারি, ০২ এপ্রিল : পূর্ব বর্ধমানের মেমারি অঞ্চল কমিটির আয়োজনে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে পঃ বঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে পঞ্চদশ বর্ষ রাঢ় বাংলা কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হল ০২ এপ্রিল রবিবার। পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলি, কলকাতা জেলার প্রায় একশত ত্রিশ জন কবি,সাহিত্যিক,সঙ্গীত শিল্পী,বাচিক শিল্পী প্রমুখ সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। বিশেষ সাংস্কৃতিক অবদানের জন্য বর্ধমানের সনৎ ভট্টাচার্য, মেমারির ডাঃ অভয় সামন্ত,উদয় শংকর অধিকারী, জয়ন্তী মোদক ও অরুণিমা মুখার্জী প্রমুখ গুণী ব্যক্তিকে জীবনকৃতি সন্মাননা প্রদান করা হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই মহতী সাহিত্য সভায় মঞ্চাসীন ব্যক্তিত্ব হলেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়,সনৎ ভট্টাচার্য, বিকাশ বিশ্বাস, মিনতি গোস্বামী। সমগ্ৰ অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন মৈত্রী সিংহ রায় , ব্রততী ঘোষ আলি, শ্যামা প্রসাদ চৌধুরী, রমাকান্ত পাঁজা,সেখ জাহাঙ্গীর,স্বরূপ মুখার্জী,ইনসান আলি এবং ডঃ সেখ জাহির আব্বাস। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজক কমিটির সভাপতি তন্দ্রা বসু ও সম্পাদক দীপঙ্কর বিশ্বাস সহ উপস্থিত ছিলেন আবু মনিরুদ্দিন চৌধুরী,কুশল দে,সুনীল কৃষ্ণ বণিক, অমিতাভ চৌধুরী, লক্ষণ দাস ঠাকুরা,উত্তম কর্মকার, শশধর মিস্ত্রি, সৈয়দ আতাউর রহমান, ডাঃ সেখ সাবের আলি, পার্থ সখা অধিকারী,শুভাশিস মল্লিক, সুফি রফিক উল ইসলাম, অশোক কুমার বর্মন,তাপস ভূষণ সেনগুপ্ত, কল্পনা রায়, নারায়ণ চন্দ্র পাল, নমিতা রাউত,নান্টু পাল,সত্যজিৎ ভট্টাচার্য,সেখ মহম্মদ ইউনুস,নিয়াজুল হক, চিরঞ্জীব ঘোষ, সৌমিত্র মুখার্জী, তরুণ কান্তি ঘোষ,অলক কুমার দত্ত,শ্যামলিনা কোনার, সুতপা ঘোষ রায়, পার্বতী মিত্র, তারা সরকার, দীপা কুমার, মধুছন্দা দাশগুপ্ত, মন্দিরা মুখার্জী, দেবশ্রী চ্যাটার্জী পাল,করবী রায়, ডঃ রমলা মুখার্জী,তন্দ্রা ব্যানার্জী,গোপা সরকার, এহসান সনম, হাফিজুর রহমান,সেখ মালেক জান, চৈত্র কুমার প্রামানিক, কমলেন্দু পাল, সর্বানন্দ মাজি, রীতা বসু ধর, অনির্বাণ কুন্ডু,সংকল্প চক্রবর্তী,স্বপন পাঁজা, দ্বারকা নাথ দাস প্রমুখ।