|
---|
আজিজুর রহমান, গলসি : গলসি পঞ্চায়েতে আধুনিকীকরণের ছোঁয়া। এবার পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের রামগোপালপুর বাজারে বসানো হলো দুটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যার জন্য পঞ্চায়েতের আয়ের উৎস তৈরি, সাথে সাথে বাজারের বেশ সৌন্দর্য্য বেড়েছে বলে জানিয়েছেন অনেকেই।
পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম জানিয়েছেন, তাদের নিজস্ব তহবিল থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে দুটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। যেখানে স্থানীয় ব্যবসায়ীরা বিজ্ঞাপন দিতে পারবেন। সরকারি প্রচারের সাথে সাথে তাদের প্রচার চালানো হবে ওই ডিসপ্লে বোর্ড থেকে। ফলে পঞ্চায়েতের আয়ের উৎস তৈরি হবে। তাছাড়াও ওই ডিসপ্লে বোর্ডে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার, সরকারি প্রকল্পের তথ্য, জন সচেতনতার বার্তা, এবং জরুরি তথ্য তুলে ধরা হবে। পঞ্চায়েতের এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।
ব্যবসায়ী আসিফ মোল্লা বলেন, “গ্রামাঞ্চলে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপনের চল থাকেনি। পঞ্চায়েত নির্মাণ করায় আমাদের সুবিধা হবে। ইতিমধ্যেই বিজ্ঞাপন দেবার জন্য আমরা বেশ কয়েকজন পঞ্চায়েতে লিখিত আবেদন জানিয়েছি। অনুমতি পেলে আমরাও ব্যবসার প্রচার চালাবো।”
চিকিৎসক দিলীপ দও জানান, “প্রচারের অভিনব প্ল্যাটফর্ম তৈরি করেছেন প্রধান ফজিলা বেগম। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সচেতনতার প্রচার করে একদিকে যেমন জনসচেতনতা বাড়বে, অন্যদিকে রামগোপালপুর বাজারের সৌন্দর্য্য বাড়বে। তাছাড়াও চাইলেই পঞ্চায়েত এখান থেকে উপার্জনও করবে।”