|
---|
লুতুব আলি, নতুন গতি : পঞ্চায়েত আইন নিয়ে সচেতনতা ও প্রচার অভিযান বারাসাতে। শিয়রে পঞ্চায়েত ভোট। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনে জয় লাভ করার জন্য আদা জল খেয়ে প্রচারে নেমেছে। গ্রাম উন্নয়নের প্রধান স্তম্ভ হচ্ছে পঞ্চায়েত। ১৯ ৭৩ সালে পঞ্চায়েত আইন লাগু হওয়ার পর আজও এই আইন সম্পর্কে ভোটার বা আপামর মানুষের সম্যক ধারণা না আসায় গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতি এ পি ডি আর উদ্বেগ প্রকাশ করেছে। এপিডিআর গোচারণ দক্ষিণ বারাসাত শাখা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি যৌথভাবে রাজপথে নেমে পঞ্চায়েত আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণা দেয়ার জন্য প্রচার অভিযান চালাচ্ছে। জেলা কমিটির পক্ষ থেকে আলতাফ আমেদ ও দেবাশীষ ভট্টাচার্য্য বলেন,পঞ্চায়েত নির্বাচনের পরই বোর্ড গঠন হবে। ১৯৭৩ সালের পঞ্চায়েত আইন সম্পর্কে ভোটার দের বা নাগরিকদের সম্যক ধারণা দেওয়া হয় সে ব্যাপারে নজর দেওয়া দরকার। নাগরিকদের আড়াল করে পঞ্চায়েত আইনকে উপেক্ষা করে পঞ্চায়েত পরিচালনা করলে দুর্নীতির মাত্রা বাড়তে থাকে। এ ব্যাপারে জনমত গঠন করতে এ পি ডি আর বধ্য পরিকর।