পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র থেকে আধুনিক প্রশিক্ষণ পাবেন বললেন মন্ত্রী প্রদীপ মজুমদার

আজিজুর রহমান,গলসি : গলসির মহড়া গ্রামে পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রায় তিন কোটি ১১ লক্ষ সরকারি অর্থ ব্যায়ে ওই প্রশিক্ষণ সেন্টারটির নির্মাণ করা হয় বলে জানতে পারা গেছে। গলসি ২ বিডিও সঞ্জীব সেন জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে পঞ্চায়েতের প্রশাসনিক পদে দায়িত্ব নেওয়া জনপ্রতিনিধিদের ও পঞ্চায়েতের সরকারি কর্মচারীদের পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যারজন্য জেলার বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার মানু‌ষ গলসিতে প্রশিক্ষণ নিতে আসবেন। ফলে জেলায় গলসি ২ ব্লকের গুরুত্ব বাড়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে। উদ্বোধনে এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের সাতেরোটি জেলায় পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র তৈরী হয়েছে। ২০১৫ সালে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জ্জী  কেন্দ্রের শিলান্যাস করেছিলেন। তার পর জমি সংক্রান্ত জটের কারনে কেন্দ্রটির কাজ থমকে যায়। পরে জমিদাতাদের থেকে জমি জট মিটিয়ে কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তার দাবী, এখান থেকে পঞ্চায়েতের সরকারি কর্মচারী থেকে প্রসাশনিক দায়িত্ব পাওয়া জনপ্রতিনিধিদের পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যার জন্য কেন্দ্রেটির ভিতরে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন  ইন্টারনেট পরিসেবা ও আধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তি। ফলে স্বাভাবিকভাবে আগামীদিনে পঞ্চায়েত ব্যবস্থায় দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধি ও পঞ্চায়েতের কর্মচারীদের কাজের দক্ষতা বাড়বে। যার জন্য আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের বিভিন্ন প্রকল্প সহ উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়িত করা সম্ভব হবে।  তাছাড়াও পঞ্চায়েতের কর্মচারীরা আধুনিক প্রশিক্ষণ পেলে আর বেশি বেশি পঞ্চায়েতের কাজে সচ্ছতা আসবে। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পঞ্চায়েত ও গ্রামোন্নায়ন দপ্তরের যুগ্ম সচিব আকাঙ্ক্ষা ভাস্কর, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা, গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন, জেলা পরিষদের কর্মাধক্ষ্য বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, গলসি ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বান্টি বাগ সহ অনেকে।