পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিবস উপলক্ষে সহজে বাংলা শিখি কর্মশালা

এমডি সালমান হেলাল : ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এসো সহজে বাংলা শিখি কর্মশালা সবসময় থাকবে। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিবস উপলক্ষে ১৩নম্বর ওয়ার্ডের তিনটি বিদ্যালয় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী নিয়ে বাংলা বানান এর এক অভিনব উদ্যোগ আজ দেখলাম। উপস্তিত ছিলেন রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সিরাজুল হক, যুব সভাপতি মাননীয় আফতাব উদ্দিন,মাননীয় রতন মৃধা সহ সকল বিশিষ্ট শিক্ষক বৃন্দ।