পান্ডুয়াতে চিরাগ পত্রিকার বার্ষিক অনুষ্ঠান

শেখ সিরাজ,হুগলী : ১৫ ডিসেম্বর রবিবার চিরাগ – এর সাহিত্য পত্রিকার বার্ষিক সাহিত্য সভা অনুষ্ঠান হলো পাণ্ডুয়া বি এড কলেজে। লিপিকা ঘোষালের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সাহিত্য সভার সূচনা হয়।সভাপতিত্ব করেন বাদল চন্দ্র মন্ডল।অনুষ্ঠানে প্রয়াত কবি,সাহিত্যিক,নাট্যকর্মী ব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞাপন করে নিরবতা পালন করা হয়।এরপর কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ ও হুগলিতে শতবর্ষ ‘ – এর উপর মনোজ্ঞ আলোচনা করেন অতনু বসু মহাশয়।ডঃ বরুণ দত্ত ” রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানমনস্কতা ” নিয়ে সুচারুভাবে আলোচনা করেন।পত্রিকার সম্পাদক শেখ নসরত আলি চিরাগ পত্রিকার ৩৩ বছরের পদার্পণ সম্পর্কে সকলের সহযোগিতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও আগামী দিনগুলিতেও তাঁদের সহযোগিতার হাত সম্প্রসারিত করার আহ্বান জানান।প্রতি বছরের মত এ বছরও শিবপ্রসাদ ভৌমিক ও কমলেশ কুমারকে সুধা সাহিত্য স্মারক ও পশুপতি ঘোষাল স্মৃতি স্মারক প্রদান করা হয়।এছাড়া সঞ্জয় মুখোপাধ্যায়ও নাসিরা বেগম (বুলু) কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।এছাড়াও অনুগল্প ও কবিতা বিভাগে তিনজন করে মোট ৬ জনকে স্মারক সম্মান প্রদান করা হয়। সারাদিনব্যাপী চিরাগের এই সাহিত্য সভায় স্বরচিত কবিতা,অনুগল্প ,সঙ্গীত , বক্তব্য ও আলোচনার মধ্য দিয়ে সাহিত্য সভাটি মুখরিত হয়।অনুষ্ঠানে মোট ৩৬ জন কবি ও গল্পকার অংশগ্রহণ করেন।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালন করেন চিরাগ সাহিত্য সংস্কৃতি সমিতির সম্পাদক তপন ভট্টাচার্য।