বক্সিরহাটে অজানা জন্তুর পায়ের ছাপ কে ঘিরে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা: অজানা জন্তুর পায়ের ছাপ কে ঘিরে মঙ্গলবার আতঙ্ক ছড়ালো কোচবিহার বক্সিরহাটে। এদিন বক্সীরহাট শিশু উদ্যান এর সামনে দিয়ে স্থানীয় দুই বাসিন্দা স্কুটার করে যাওয়ার সময় অজানা জন্তুকে লাফাতে দেখতে পান, এরপর তারা কিছু পায়ের ছাপ দেখতে পান ওই এলাকায়।এরপর স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর বনদপ্তরকে জানানো হয়, বনদপ্তর এর আধিকারিকরা ঘটনাস্থলে এসে পায়ের ছাপের ছবি তোলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পায়ের ছাপ চিতাবাঘের। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বনদপ্তর থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন তারা সোমবার গভীর রাতে অজানা শব্দ শুনতে পান। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে । সকলকে বারে বারে সতর্ক থাকতে বলেছে প্রশাসন।