|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দা মহাদেব হালদারের পুকুরে কুমির! প্রত্যক্ষদর্শী শিবানী হালদার গতরাতে বাড়ির পাশে পুকুরে কুমিরের বাচ্চাকে দেখতে পেয়ে তড়িঘড়ি মহাদেব বাবুকে জানান। মহাদেব বাবু মইপিট কোস্টাল থানায় খবর দেন। সকাল হতেই এলাকার মানুষের আনাগোনা কুমির দেখেই আতঙ্কিত এলাকাবাসী। মৈপিঠ কোস্টাল থানার আধিকারিক নগেনাবাদের মহাদেববাবুর পুকুরের চারিদিকে ফোর্স দিয়ে ঘিরে দেন। আসে রায়দিঘি রেঞ্জের নলগোঁড়া বিটের আধিকারিকরা জাল দিয়ে পুকুর থেকে কুমির টিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। নদী সংলগ্ন এলাকায় খাবারের খোঁজে কুমিরটি গৃহস্থের পুকুরে এসেছিল। পাঁচ ফুটের, আনুমানিক আট বৎসরে হবে এমনিই জানা গিয়েছে বনদপ্তর এর কর্মকর্তাদের কাছ থেকে।