|
---|
সংবাদদাতা : ১৯ শে মার্চ রবিবার পাঞ্জাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক তৈবুর শেখ (৩৩ বছর) তার বাড়ি বালিয়া অঞ্চলের বিষ্ণুডাঙ্গা গ্রামে । তার মৃতদেহ বাড়ি নিয়ে আসার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন তা সে মৃত্যের পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় তারা বিভিন্ন মানুষের দ্বারস্থ হয় আর্থিক সহায়তার জন্য সাগরদিঘীর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে আর্থিক সহায়তার জন্য উপস্থিত হয় ।ট্রাস্ট অতি তৎপরতার সহিত সকল সদস্য ও সদস্যাদের প্রচেষ্টায় পাশাপাশি কিছু সহৃদয়বান ব্যক্তির সহযোগিতায় কিছু টাকা সংগ্রহ করে মৃত ব্যক্তির বাড়ির লোকের হাতে একটা অনুদান তুলে দেয়। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানাই আমরা তৈবুর শেখের দুর্ঘটনা জনক মৃত্যুতে খুবই দুঃখিত । পাশাপাশি আমরা জানি এই সামান্য আর্থিক সহযোগিতা করে সেই পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো না কারণ সেই পরিবার তাদের কারোর ছেলে, কারোর বাবা আবার কারোর স্বামীকে হারিয়েছে আর এই হারানোর মতো আর কিছু হারানো পারে না ।পাশাপাশি যে সকল ব্যক্তিগণ কিছু কিছু আর্থিক সহায়তা করে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককেই ট্রাস্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানাই ।