|
---|
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারিপাড়া এলাকার ৭০ বছরের অধিক প্রাচীন ও পুরনো জোড়া ব্রিজ শ্মশানের অবস্থা বেহাল থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত এ এলাকার প্রচুর হিন্দু মানুষদের ভরসা এই শ্মশান। মালদা বালুরঘাট ৫১২ জাতীয় সড়কের ধারেই জোড়া ব্রিজের পাশেই রয়েছে এই পাঞ্জারিপাড়া শ্মশান। উল্লেখ্য শ্মশানটি রাস্তা থেকে নিচু হাওয়াতে বর্ষার সময় জল জমায় এবং খারির জল ঢুকে পড়ায় সমস্যার সম্মুখীন হতে হয় দেহ দাহ করতে আসা এলাকার বাসিন্দাদের। শ্মশানটিতে মটর জল চালিত জলের ব্যবস্থা রয়েছে কিন্তু অভিযোগ নেই বিদ্যুতের যোগ ও আলোর ব্যবস্থা পাশাপাশি বিশ্রামাগার। এবং সন্ধ্যে নামতেও অথবা দিনের আলোতেও প্রকাশ্যে সেখানে নানান রকম নেশার আখড়া বসে। এবং সেখানে উঠতি বয়সে যুবকদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে দুটি দেহ দান করার জন্য চুল্লি আছে এবং যা মন্ত্রী বিপ্লব মিত্রের তহবিলে তৈরি করা এবং সেটি উদ্বোধন করেন তিনি। স্থানীয় মানুষদের একটাই দাবি দীর্ঘদিন ধরে এই অশান্তি বেহাল দশায় পড়ে রয়েছে অতিসত্বর বর্ষার আগে যদি মাটি ফেলে স্থানটি উচু করা যায় তাহলে বর্ষার সময় সমস্যায় পড়তে হবে না কাউকে এছাড়াও একটি বিশ্রামাগার ও আলো বিদ্যুতের সংযোগ করলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানেন পাঞ্জারি পাড়া বাসিন্দা তথা পাথরঘাটা এলাকার বাসিন্দা ফনীন্দ্রনাথ মন্ডল ও নন্দলাল মাহাতো। আজ শনিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় এবিষয়ে পাথরঘাটার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ও তার বক্তব্য পাওয়া যায়নি। এখন এটা দেখবার বাকি পাঞ্জারিপাড়া জোড়া ব্রিজ এই শ্মশানের সমস্যার সমাধান কত দ্রুত হয়।