পঙ্কজ কুমার দাঁ মেমোরিয়াল মাল্টিপারপাস হলের উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ২৩ নভেম্বরঃ আমেরিকা নিবাসী বাঙালি চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে নবনির্মিত পঙ্কজ কুমার দাঁ মেমোরিয়াল মাল্টিপারপাস হলের উদ্বোধন করেন প্রখ্যাত চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, পরিচালন সভাপতি আশিষ ঘোষদস্তিদার সহ পরিচালন কমিটির সদস্যবৃন্দ, প্রবাসী চিকিৎসকের স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার দাস সহ শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন ও পরে প্রস্তরখন্ড স্মারক উন্মোচন ও ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন মেমারির গর্ব চিকিৎসক বুদ্ধদেব দাঁ। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঘোষ পরিবারের তিন সদস্য কেশবলাল ঘোষ, কুঞ্জলাল ঘোষ ও নন্দলাল ঘোষের ছবি সহ পঙ্কজ কুমার দাঁ-এর ছবিতে মাল্যদান করেন ডাঃ বূদ্ধদেব দাঁ। একই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। ডাঃ বুদ্ধদেব বলেন ‘নেওয়ার পালা শেষ এবার দেওয়ার পালা’। তিনি চান ছাত্রছাত্রী সহ এলাকার মানুষের উপকারে আসবে এধরণের কাজ করে যাবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন চিকিৎসক বুদ্ধদেব দাঁ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং তার কর্মকাণ্ড তোমাদেরকে ভবিষ্যতের দিশা দিচ্ছেন। তার দেখানো পথে তোমাদের ভবিষ্যৎ গড়বে, শিক্ষা নেবে এবং মাতৃভূমির কথা ভুলে যাবে না। উল্লেখ্য পঙ্কজ কুমার দাঁ মেমোরিয়াল মাল্টিপারপাস হলের আনুমানিক ব্যয় ১৫ লক্ষ টাকা। পরবর্তীতে হলটিকে স্মার্ট ক্লাসরুম করার ইচ্ছা প্রকাশ করেন আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডার অধ্যাপক হৃদরোগ বিভাগের ডিরেক্টর প্রখ্যাত চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ।