টেগোর সোসাইটির আবাদ নগর কার্যালয়ে পান্নালাল দাসগুপ্ত র স্মরণসভা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা পান্নালাল দাসগুপ্ত র ২৩ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয় করোণা বিধি সতর্কতা অবলম্বন করে এবং মুষ্টিমেয় কর্মী,শুভানুধ্যায়ীদের নিয়ে বুধবার, সোসাইটির রাজনগর খয়রাসোল শাখার আবাদনগর কার্যালয়ে।বিপ্লবী থেকে গান্ধীবাদ, বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক, সর্বশেষ গ্রাম গঠনের কাজে মনোনিবেশ।যার পরিপ্রেক্ষিতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে টেগোর সোসাইটি প্রতিষ্ঠা করেন।সেই সমস্ত স্মৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় ঘরোয়া এক অনুষ্ঠানে।

    উল্লেখ্য সেই সাথে পান্না বাবুর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানী ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনো সান তাঁর ও ১২ তম স্মরণ দিবস একত্রে পালন করেন। উপস্থিত ছিলেন বোলপুর থেকে আগত আনন্দ মোহন সেন, শিখা সেন, সোসাইটির প্রকল্প আধিকারিক চন্দ্র কান্ত দত্ত, সাংবাদিক মহ সফিউল আলম সহ সংস্থার অন্যান্য কর্মী ও শুভানুধ্যায়ী গন। আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে সোসাইটির কর্মী প্রকাশ সিংহ বিস্তারিত জানালেন।