|
---|
দার্জিলিং: ভোট পিছিয়ে গেলেও নিজের কাজকে ভুলছেন না দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।নিজের এলাকা ছাড়াও সব এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিজেই।এই কদিনে শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ড যার একেবারেই নখদর্পনে তিনি যে বসে থাকবেন না তা সবারই জানা।
শিলিগুড়ির এই কঠিন জায়গায় নিজেকে অতি সহজেই প্রতিষ্ঠা করে ফেলেছেন,দুই হেভিওয়েট গৌতম দেব এবং রঞ্জন সরকারের সাথে একসাথে লড়াই করছেন বিপক্ষের সাথে।সবার মুখেই একটাই কথা যদি এবারে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে ক্ষমতায় আসে আসবে শুধুমাত্র পাপিয়া ঘোষের কারনে।রবি ঘোষের কন্যা এই বিশ্বাসটুকু দিয়েছেন শিলিগুড়ির মানুষকে।কোন রকমের ভনিতা ছাড়াই চলেন পাপিয়া ঘোষ।যেখানে কড়া হবার কড়া হন আবার যেখানে নরম হবার কথা নরম থাকেন।শিলিগুড়ির মহিলা এবং যুবদের কাছে প্রচণ্ড জনপ্রিয় পাপিয়া ঘোষ।আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে যে প্রার্থী দাড়িয়েছেন তাদের সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন পাপিয়া ঘোষ,সবার পাশেই তিনি আছেন এই বিশ্বাসটুকু তিনি ঢুকিয়ে দিয়েছেন শিলিগুড়িবাসীর মনে।তাই শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে করছেন এবারে পাপিয়া ঘোষের হাত দিয়েই পরিবর্তন আসতে পারে শিলিগুড়িতে।আর সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।