প্রাক বৈশাখীতে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে মধ্যাহ্ন ভোজন।

লুতুব আলি, বর্ধমান, ১৫ এপ্রিল : বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগারে ১৪ এপ্রিল দুস্থদের বিনামূল্যে মধ্যাহ্নভোজন ও নতুন বস্ত্র প্রদান করা হয়। সৌজন্যে বর্ধমান সদর প্যায়ারা ওয়েলফেয়ার সোসাইটি। প্রাক বৈশাখী সব অনুষ্ঠানেই থাকে মূলত নাচ গান হৈ-হুল্লোড়। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সম্পূর্ণ ব্যতিক্রমী। সমাজের দুস্থ অনাথ মানুষেরা এই সংস্থার যেন অতি আপনজন। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার তাঁর ছাত্র-ছাত্রীদের এমনভাবে পাঠ দিয়েছেন যে তারাও ডিটো তাঁর মত প্রত্যেকের সঙ্গে ঠিক সেই ভাবেই আচরণ করেন। সকলের ব্যবহার মন ছুঁয়ে যায়। প্রলয় মজুমদার বলেন, অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য। এ দিনের মধ্যান্য বোঝে ৫৫ জন আদিবাসী দুস্থ মানুষের বিনামূল্যের মধ্যান্য ভোজন ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন ডায়েটিশিয়ান অরুনিমা লাহা ও লাবনী ভট্টাচার্য সকলের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেন। সংস্থার পক্ষ থেকে প্রলয় মজুমদার ও সুনন্দা প্রামানিক বৃদ্ধ বয়সে সমস্যা ও খাদ্যের মাধ্যমে রোগ মুক্তির উপর আলোকপাত করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বর্ধমান যোগ সার্কেলের কর্ণধার প্রণব কুমার রক্ষিত যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে আলোচনা করেন। মধ্যাহ্নের খাবার খেয়ে সন্তোষ প্রকাশ করেন কল্পনা বাইন, বাহা মুরমু, স্বপন মান্ডি, শান্তি তুড়ি প্রমুখ। প্রাক বৈশাখী অনুষ্ঠানটি দুস্থদের উৎসর্গ করায় সংস্থার সদস্য মেমারি কলেজের শিক্ষক রাজকুমার ঘোষ, অঙ্কিতা সাম, চৈতালি ঘোষ, ঐন্দ্রিলা সাধুখাঁ, সুদীপ দাস, দেবশ্রী পাল, সৌমি সাহা, দু তি কোনার, মনীষা মন্ডল রাও ভীষণ খুশি হয়েছেন।