|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: মন্ত্রীত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়; SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
গ্রেফতারের ৬দিন পরে পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে।
এদিন পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলো বিজেপি। অন্যদিকে, মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আজ বিক্ষোভকারীদের প্রতিনিধি শহীদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।