SSC দুর্নীতি মামলা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধে ৬টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: SSC নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধে ৬টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, আজ বিকেল চারটের মধ্যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, শিল্পমন্ত্রীর ওএসডি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডেপুটি ডিরেক্টর অফ স্কুল অলোক সরকার, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং ল অফিসার তাপস পাঁজাকেও সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান “সিবিআই এখনই ফের তদন্ত শুরু করবে। পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতেও নিতে পারবে সিবিআই। প্রশ্ন করা হবে ৯৮ জনকে।

    তিনি আরো জানান “আমি মনে করি, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন বা তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা আমার অনুরোধ। হেফাজতে নিয়ে জেরা ছাড়া এই দুর্নীতির পর্দা ফাঁস হবে না।”