অবশেষে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে ম্যারাথন জেরার পর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : অবশেষে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে ম্যারাথন জেরার পর গ্রেফতার। শনিবারও পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার। সই করানো হয় অ্যারেস্ট মেমোয়। জেরায় একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে শরীর ভাল নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ফলে শনিবার বাড়িতেই ডাকা হয়েছে চিকিৎসককে, দুই জন চিকিৎসক এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য তদারকিতে। জানালেন মন্ত্রীর আইনজীবী। এক নিরাপত্তারক্ষী জানান, পার্থের বাড়ির নিচে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তবে বাড়ির বাইরে রয়েছে নেতাজি নগর থানার পুলিস।পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে শুক্রবার রাতেই জানিয়েছিল ইডি। উদ্ধার হওয়া টাকা রাতেই গোনা শুরুর পর সকালে ইডি সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। টাকা গোনার কাজ চলছে। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। বাকি সব প্রশ্নের জবাব দিলেও, এই টাকার উৎস নিয়ে কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না অর্পিতা।