|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার সরাসরি সংঘাতে সরকার! কর্মবিরতি নিয়ে কর্মীদের কড়া বার্তা দিল রাজ্য সরকার। অফিসে না এলে শো-কজ। কাটা যাবে বেতন। শনিবার এমনি কড়া নির্দেশিকা জারি করল নবান্ন।বকেয়া ডি এ প্রদানের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রিলে অনশন, কর্মবিরতি ও ধরণা চলছে।
১৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় জমায়েত থেকেই রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত সংগঠনগুলির যৌথমঞ্চ আগামী 20 ও 21শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্ম বিরতি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে 20 ও 21শে ফেব্রুয়ারি কোনো রকম ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যদি দুইদিন সোমবার ও মঙ্গলবারের যেকোনো একদিন ক্যাজুয়াল লিভ নেই তাহলে তার বেতন কাটা যাবে ও কর্মজীবন থেকে একদিন কাটা যাবে বলেও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাতৃতকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ বা আত্মীয় স্বজন হারানো বা ১৭তারিখের আগে থেকে ছুটি নিলে তবে তারা ওই দিন ছুটি নিতে পারবেন।