ভোটের মুখেই কয়েকশ বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

শুভদীপ পতি; হলদিয়া: আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তমলুক লোকসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে গতকাল হলদিয়া সিটি সেন্টারে এক জনসভা হয়। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্য ভাবে মন্ত্রীর হাত ধরেই কয়েকশ বিজেপি নেতা কর্মী দল ত্যাগ করেন। মন্ত্রী নিজে হাত থেকে তাদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। গতকালই এমন ঘটনার স্বাক্ষী থেকে শিল্প শহর হলদিয়া। আর এর ফলেই হলদিয়া জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা।

    বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার মধ্যে এদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃত্ব হলেন মলয় বেরা, অয়ন দেবনাথ, আশুতোষ মন্ডল, বিশ্বরূপ মাইতি, স্বপন পাল সহ আরও অনেকে।

    এই সভায় শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী এক লক্ষের বেশী ভোটে লিড পাবেন।

    হলদিয়ার বুক থেকে বারে বারে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় যে জেলা বিজেপির ভাঙন ধরেছে, তা রাজনৈতিক সমালোচকদের সমালোচনার মধ্যেই ধরা পড়েছে।