নদীয়ার ধুবুলিয়া সম্পূর্ণ বিনামূল্যে মা প্রকল্প উদ্বোধন রান্নার কাজে লাগানো হলো দলীয় কর্মীদের ।

সায়ন মোদক ,নদীয়া :- নদীয়ার ধুবুলিয়া সম্পূর্ণ বিনামূল্যে মা প্রকল্প উদ্বোধন রান্নার কাজে লাগানো হলো দলীয় কর্মীদের । নদীয়ার ধুবুলিয়া মা প্রকল্প উদ্বোধন – নদীয়ার কৃষ্ণনগরের দু’নম্বর ব্লকের ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে উদ্বোধন হলো মা প্রকল্প , উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী এবং কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ধুবুলিয়ার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে । তবে মা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথা তৃণমূল নেত্রী সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

    উদ্বোধনের সময় তিনি জানিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন তারাই মূলত রান্না করবেন , এবং এতে তাদের আর্থিক সাহায্য আরো কিছুটা হলেও বাড়বে । কিন্তু এই দিন ধুবুলিয়া মা প্রকল্প উদ্বোধন করার আগে যে সমস্ত রান্না হচ্ছে সবই দলীয় কর্মীদের দিয়ে রান্না হচ্ছে । এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কর্মীরা যখন প্রশ্ন করা হয় । কার্যত তিনি প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তিনি বলেন এটা কোন ব্যাপার নয় , দলের কর্মীদের এক্সপিরিয়েন্স আছে তাই তারা করছে , শুধু তাই নয় তিনি এও জানান , যদি কোন ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তারাও রান্নার কাজ করতে পারেন । পাশাপাশি আরও একটি বিষয় আমাদের চোখে পড়ে । সেটি হলো সাধারণ যাত্রীদের জন্য যে বাস টামিনাল করা হয়েছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে , সেখানেই চলছে মা প্রকল্পের কাজ । যদি এই বিষয়ে নাকচ করে তিনি বলেন , এই স্বাস্থ্য কেন্দ্রের পাশেই বাস টামিনাল বিধায়ক তহবিল এর থেকে আমারই বানানো । এবং এখানে বহু লোকের যাতায়াত সেইজন্য হসপিটালের বাইরে বাস টার্মিনালে বানানো হয়েছে । তবে মা প্রকল্পের যেখানে এতদি 5 ঢাকায় ডিম ভাত দেওয়া হতো । এই করো না পরিস্থিতির জন্য সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেবেন বলে তিনি জানান । বিধায়ক তহবিল থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে । এর ফলে যে সমস্ত রোগী ও রোগীর পরিজন রা আসেন তারাও উপকৃত হবে । এই প্রকল্পের মাধ্যমে । এই লকডাউন এবং কোভিদ প্যানটোনিক্স সময়ের মধ্যে অনেকে ঠিকমতো অন্ন জোগাড় করতে পারে না । এই প্রকল্পের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবে । এমনটাই জানিয়েছেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । এর আগেও কৃষ্ণনগর শহর শহ , নদীয়া জেলার বেশ কিছু জায়গায় , মা প্রকল্প উদ্বোধন করা হয়েছে । সাধারণ মানুষের সাড়াও মিলেছে । এবং আগামী দিনে , আরও বিভিন্ন জায়গায় এই প্রকল্প চালু করা হবে বলে জানান । রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।