|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার কলকাতার ৫৬ নম্বর ব্রাইট স্ট্রিটে কলকাতা জমিয়তে উলামার উদ্যোগে এক আকর্ষণীয় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো। উল্লেখ্য ভারতের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন সর্বভারতীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ এর তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় সারা দেশের প্রতিটি রাজ্যে ইমারতে শারইয়্যাহ কায়েম হচ্ছে। সর্বভারতীয় স্তরে জমিয়তের দুই ধারা একযোগে এই মহৎ কাজ শুরু করে দিয়েছে। আমাদের এই রাজ্যেও জমিয়তের দুই ধারার কর্ণধার মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এবং ক্বারী শামসুদ্দীন আহমাদ সাহেবদ্বয়ের যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় ইমারতে শারইয়্যার নতুন কমিটি গঠিত হয়েছে। সেই সঙ্গে উভয় জমিয়ত থেকে পশ্চিমবঙ্গের একজন আমীরে শরীয়ত ও অন্য একজনকে নায়েবে আমীরে শরীয়ত নির্বাচন করা হয়েছে। আমীরে শরীয়ত নির্বাচিত হয়েছেন কলকাতা আলিয়া ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপক মাওলানা মনজুর আলম কাসেমী। অপরদিকে নায়েবে আমীরে শরীয়ত নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক ও বাগ্মী জনাব গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম এর শাইখুল হাদীস মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন খান কাসেমী। রবিবার কলকাতার ব্রাইট স্ট্রিটের সভায় নবনির্বাচিত আমীরে শরীয়ত ও নায়েবে আমীরে শরীয়তকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের মাননীয় মন্ত্রী তথা রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। অন্যদিকে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদ। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দিল্লি হতে আগত জমিয়তে উলামায়ে হিন্দ এর সহ-সভাপতি জনাব মাওলানা সৈয়দ আসজাদ মাদানী।