|
---|
ফারুক আহমেদ : পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সভাপতি হলেন ব্রাত্য বসু।ব্রাত্য বসু বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিষ্ণু বসুর ছেলে। তিনি প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যয়ন করার পর কলকাতার সিটি কলেজে অধ্যাপক রূপে যোগ দেন। গণকৃষ্টি নামে এক থিয়েটার গ্রুপে সাউন্ড অপারেটর হিসেবে তার নাট্যজীবন শুরু হয়েছিল। পরে তিনি দলের জন্য নাটক লিখতে ও পরিচালনা করতে শুরু করেন। আল্ট্রা-মডার্ন নাটক অশালীন (১৯৯৬) তার প্রথম নাটক। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলি হল অরণ্যদেব, শহরইয়ার, উইঙ্কল টুইঙ্কল ও হত্যারহস্যমূলক নাটক চতুষ্কোণ। ১৯৯৮ সালে তিনি শ্যামল সেন স্মৃতি পুরস্কার ও ২০০০ সালে দিশারী পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তিনি ‘ব্রাত্যজন’ নামে নিজস্ব একটি থিয়েটার গ্রুপ গঠন করেন।২০০৯ সালে দেবব্রত বিশ্বাসের জীবন অবলম্বনে নির্মিত নাটক রুদ্ধসংগীত তার অনবদ্য সৃষ্টি।কবি সুবোধ সরকার তাঁর ফেসবুকে লিখেছেন, নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা, ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক, প্রাবন্ধিক, কবি, অনুবাদক,অধ্যাপক শ্রী ব্রাত্য বসুকে অভিনন্দন, তিনি পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সভাপতি হলেন। সাহিত্য অকাদেমি পাওয়ার পর তাঁর এই সম্মানে সাহিত্য জগৎ আজ দ্বিগুণ খুশি।