|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৬শে সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার, হজরত মাওলানা ক্বারী সামসুদ্দন সাহেব কাসমী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ এর নির্দেশে, হজরত মাওলানা আশরাফ আলী কাসমী, সাধারণ সম্পাদক কলকাতা এর তত্ত্বাবধানে হিউম্যান কেয়ার ট্রাস্ট এবং জমিয়ত উলামা কলকাতার পক্ষ থেকে। এবং হাজী নওশাদ। আলীর নেতৃত্বে, উমর ওয়ায়েস, সাহেব, মুহাম্মদ শাকিল, জামশেদ আলম, মুহাম্মদ শামীম, পারভেজ আলম, ফাইয়াজ আহমেদ এবং শুভানুধ্যায়ী ও সমাজসেবীদের সহযোগিতায় পুরো টিম।কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হুগলি জেলার আরামবাগ, খানকাল এলাকার বিভিন্ন গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে নির্বিচারে সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রায় ৩ থেকে ৫ দিন ধরে বন্যার পানি ঘরে ঢুকেছে। মাটির ঘরে বসবাসকারী লোকজন অস্থায়ী ক্যাম্পে বসবাস করতে বাধ্য হয় এবং তৈরি ঘরের প্রথম তলার মানুষ খাদ্য ও পানীয় জল থেকে বঞ্চিত হয়। জল ছিল, এখন মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে।