|
---|
নিজস্ব সংবাদ দাতা-(ইন্দাস)- আজ ৫ জানুয়ারি বেলা ২ টায় ইন্দাস উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ ভবনে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাখা সংগঠন ‘ইন্দাস বিজ্ঞান কেন্দ্রে’র ত্রয়োদশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।সভার শুরুতে জেলার সভাপতি যাইনি মোহন মাহাতো,রাজ্য কমিটির সহ-সম্পাদক অধ্যাপক ডাক্তার পার্থিব বসু,উপদেষ্টার সদস্য কৃষি বিজ্ঞানী অধ্যাপক তরুণ কান্তি বোস এবং সারা ভারত জন বিজ্ঞান নেটওয়ার্কের প্রাক্তন সভাপতি এম কে প্রসাদ,বিশিষ্ট বিজ্ঞানী পদ্মশ্রী এম বিজয়ন প্রমুখদের প্রয়াত হওয়ার স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার।
প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক জয়দেব চন্দ্র।পরবর্তীতে আলোচনা করেন জেলার সহ-সভাপতি সাধন চন্দ্র দানা।
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণও বিজ্ঞান, ধর্ম ও বর্তমান সমাজ বিষয়ের উপর আলোচনা করেন।
বিগত পরিচালন কমিটির সম্পাদক, সভাপতি ও দায়িত্ব প্রাপ্ত বিশিষ্ট জনরা কথা রাখেন। ঐদিনই নতুন করে ত্রিবার্ষিক ব্লক কমিটি গঠিত হয়। উপস্থিত সদস্য- সদস্যাগণের সর্ব সম্মতিক্রমে এই কমিটির সভাপতি নির্বাচিত হন সহদেব মণ্ডল (প্রধান শিক্ষক ইন্দাস উচ্চ বিদ্যালয়),সহ-সভাপতি মহাদেব পাল, সম্পাদক সেখ মনসুর আলি,কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র বোস। অনুষ্ঠানে লিখিত আকারে প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থিত ব্যক্তিগণের হাতে তুলে দেয়া হয়। শতাধিক সদস্য সদস্যাগণ ছাড়াও বেশ কিছু আগ্রহী ও সমর্থকদের উপস্থিতিও ছিলো।
ঐ দিনই সকালের অনুষ্ঠানে মেধা অন্বেষণ ও বিজ্ঞান মনষ্কতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর ১১১ জন ছাত্র ছাত্রীকে পুরুষ্কৃত করা হয় এবং ১৭ জন জেলাস্তরে প্রতিযোগিতার জন্য যোগ্য বিবেচিত হয়।