পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আসানসোলে কবির প্রয়াণ দিবস

লুতুব আলি, নতুন গতি : পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আসানসোলে কবির প্রয়াণ দিবস। পশ্চিম বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিগুরু স্মরণে ২২ শে শ্রাবণ কবির প্রয়াণ দিবস অনুষ্ঠিত হয়। আসানসোলের ডি ডি এ সভাকক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান। অনুষ্ঠানে পৌরহিত্য করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পোন্নম বলম। অনুষ্ঠানের প্রারম্ভে উদ্বোধন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রাজ্য সংগীত শিল্পী সঙ্গীতা চ্যাটার্জী। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় দিক গুলি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংগীত পরিবেশন করেন অনুস্মিতা কর্মকার, অদৃশা স্বর্ণকার, সুতপা ব্যানার্জি, তারকনাথ চ্যাটার্জি প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন আসানসোলের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত, রাশিকা পাল প্রমুখ। অনুষ্ঠানের শেষে সমাপ্তি ভাষণ দেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত। কোরাস সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।