|
---|
সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) ১০ ই আগস্ট চন্ডীতলা ব্লক ওয়ানের অন্তর্গত মশাটে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সম্মেলন। বেলা তিন ঘটিকায় শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চন্ডীতলা ব্লক ওয়ানের সভাপতি মলয় খা মহাশয় এ ছাড়া মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাড়িও চন্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মোশাররফ আলী এছাড়া হুগলি জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি উপস্থিত ছিলেন শ্রীমতি দীপ্তি সরকার (আধিকারি) হুগলি জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং অন্যান্য নেতৃবৃন্দ হুগলি জেলা কমিটি প্রমূখ। সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভুয়াসি প্রশংসা করে বলেন
হুমকি নয় অফিস টাইমের পর নিজের সংগঠন তৈরি করুন মমতা দিদি আমাদের সাথে আছেন আমরা তার পাশে আছি সর্বক্ষণ। উপর মহলের কোন উপদেশ ছাড়া আমরা কোন কাজ করি না সেইরূপ আপনাদেরও চলতে হবে। সংগঠনের একটি অ্যাপ তৈরি করার আহ্বান জানান ঊর্ধতম বৃন্দ। এই প্রথম চন্ডীতলা ব্লক ওয়ানে একটি সরকারি কর্মচারী দের নিয়ে সংগঠন করা হলো সকলে ভীষণ আপ্লুত। উল্লেখ্য আজকের সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন হুগলি জেলা, ওয়ার্কিং কমিটির সভাপতি এছাড়া ভূমি ও ভূমি সংস্কার শাখার রাজ্যের সভাপতি সুব্রত মজুমদার মহাশয়। উল্লেখ্য ২০১১ সালের পর এই প্রথম মশাট ১ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গঠন হলো। সুব্রত মজুমদার বলেন বহুদিনের প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গঠন হলো 1 নম্বর ব্লকে এতে বেজায় খুশি সকলে। যারা আজকে বিভিন্ন পদে সংগঠিত হলেন তাদের মুখে হাসি ফুটল এই সংগঠনকে কেন্দ্র করে।