পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডের সিইও ঝটিকা সফর।

নিজস্ব প্রতিনিধি ,বর্ধমান : ৩১আগষ্ট পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সিইও এহসান আলী (ডব্লুবিসিএস এক্সিকিউটিভ ) ঝটিকা সফরে পূর্ব বর্ধমানের বর্ধমান ওয়াকাফ গার্লস হোস্টেল ও হযরত মানিক পীর মুসলিম বয়েজ হোস্টেল পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন বর্ধমানের সংখ্যালঘু দপ্তরের ওয়াকাফ ইন্সপেক্টর মানজারুল খান। হোস্টেল দুটির পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে ও সংস্কার সহ লাইব্রেরী সাইকেল স্ট্যান্ড কম্পিউটার সিসি ক্যামেরা নাইট গার্ড ইনডোর- আউটডোর গেম পরিচ্ছন্নতা ছাত্র-ছাত্রীদের সুষম খাদ্য পানীয় জল ফ্রিজ ইত্যাদি বিষয়ে নজরদারি করেন, এই ঝটিকা সফরে নিজে সরজমিনে উপস্থিত হয়ে সমস্ত কিছু চাক্ষুষ পরিদর্শন করেন। এবং যথাযোগ্য স্থানে পরিদর্শনের বিষয়বস্তু তুলে ধরবেন বলে জানালেন।

    তিনি দুটি হোস্টেল পরিদর্শন করে পরিতৃপ্ত হয়েছেন, আগামী দিনের জন্য কিছু প্রকল্প তৈরীর ব্যাপারেও উৎসাহ দান করেন।

    সিইও এহসান আলী এইচএমপি বয়েজ হোস্টেলে কর্মকর্তা ও ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ গঠনমূলক কথাবার্তা বলেন এবং ছাত্রদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য নিজেই মাঠে নেমে পড়েন। ছাত্রদের সঙ্গে ক্রিকেট ও খেলেন । তিনি ছাত্রদের সাথে কথাবার্তার ফাঁকে তাদের অভাব অভিযোগ ও প্রস্তাব শোনেন, তেমনি তাদের সাথে ক্রিকেট খেলতে নেমে কিছুক্ষণ বল করেন এবং কিছুক্ষণ ব্যাটিংও করেন। এইচএমপি বয়েজ হোস্টেলের সম্পাদক সেখ মনোয়ার হোসেন সিইও এহসান আলীর ভুয়সী প্রশংসা করে বলেন যে অনেক সিইও দেখেছি কিন্তু এরকম প্রাণবন্ত ও ছাত্রদরদী সরকারি কর্মকর্তা খুব কমই দেখেছি।

    আগামী দিন এইচএমপি বয়েজ হোস্টেলের আরো উন্নতি সাধনে ওয়াকাফ বোর্ড ও পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আশা করা ।