পশ্চিম বর্ধমান জেলার লোকশিল্পী সম্মেলন আসানসোলে।

লুতুব আলি, নতুন গতি : পশ্চিম বর্ধমান জেলার লোকশিল্পী সম্মেলন আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সেনজারলে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে অনুষ্ঠিত হলো লোক শিল্পী সম্মেলন। উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস . পোন্নমবলম। অনুষ্ঠানের নান্দনিক সূচনা করবে প্রদীপ প্রজনন ও বাউল গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান। বিশিষ্ট অতিথিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জিলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী, জিলা পরিষদের শিক্ষা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ সুজিত মুখার্জি সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ এবং বিভিন্ন দপ্তরের প্রকল্প আধিকারিক বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন লোক শিল্পীদের বিশেষ মর্যাদা দিয়ে সাংস্কৃতিক আঙিনার মূল স্রোতে ফিরিয়ে আনতে। মুখ্যমন্ত্রীর এই ভাবনার ফসল হিসাবে পশ্চিম বর্ধমান জেলার লোকশিল্পীরা এদিনের সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা এই সম্মেলনে যোগদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।