পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ হাওড়া স্টেশনে চারা গাছ বিতরণ করল।

লুতুব আলি, নতুন গতি, ১৫ জুলাই : পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ হাওড়া স্টেশনে চারা গাছ বিতরণ করল চলতি বর্ষার মরশুমে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই উপলক্ষে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বনমহোৎসব কর্মসূচি রূপায়ণ করে চলেছে। ১৫ জুলাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ তিলোত্তমা মহানগরীর প্রাণকেন্দ্র হাওড়া স্টেশনে বৃক্ষ শিশু বিতরণ করল। প্রাঞ্চল হাওড়া স্টেশনে রেল যাত্রী ও সাধারণ মানুষের হাতে সংগঠনটি চারা গাছ তুলে দিল। পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদ সারা বছর ধরেই বৃক্ষ শিশু প্রদান করে থাকে। যেকোনো সামাজিক অনুষ্ঠানে ও তারা চারাগাছ নিয়ে হাজির হয়ে যান। পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক বিশিষ্ট সংগঠক চন্দ্রনাথ বসু বলেন, বনমহোৎসবের কর্মসূচিতে হাওড়া স্টেশন কে বেছে নেওয়ার কারণ এই হাওড়া স্টেশন সমগ্র পশ্চিমবঙ্গ তো বটেই সর্বভারতীয় স্তরে সমস্ত জায়গায় পৌঁছানোর এটি একটি প্রধান রাস্তা। বৃক্ষ রোপনের বার্তাকে আরও বেশি করে প্রচার করে সামাজিক বনসৃজনকে বাস্তবায়িত না করলে প্রকৃতি র বিপর্যস্ত অবস্থা আরো শোচনীয় ভাবে পরিলক্ষিত হবে। এদিন এছাড়াও পেরো বসন্তপুরের মেহেরাজ হোসেন, কবি মধুছন্দা পাল, ধ্রুবব্রত দত্ত, শাহের আলী, চন্দনা পাল প্রমুখদের হাতে চারা গাছ তুলে দেন চন্দ্রনাথ বসু। কেন গাছ লাগাবো এই নিয়ে বার্তা পাঠান পরিবেশ ও উদ্ভিদ বিদ্যার শিক্ষিকা সুদেষ্ণা বি চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃক্ষ প্রেমী মধুমিতা ধুত, গৌরী সেন প্রমুখ।