|
---|
নূর আহামেদ মেমারি : ১২ ফেব্রুয়ারি, মেমারি বিজ্ঞান অভীক্ষা ২০২২এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সবার দেশ আমাদের দেশ কর্মসূচি পালন করা হয় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির ইউনিট -১ সভাগৃহে।প্রধান অতিথির আসন অলংকিত করেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত । সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল আনসারী। সভা পরিচালনা করেন বৈদ্যনাথ হাসদা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক আশুতোষ পাল ও সম্পাদক তাপস পাল। সবার দেশ আমার দেশ বিষয়ে বক্তব্য রাখেন অমিত বিশ্বাস।তিনি বলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মানুষের কাছে বিজ্ঞান কে পৌঁছে দেয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই বিষয়ে তার অভিজ্ঞতা থেকে ভূয়ষী প্রশংসা করেন। এবং বলেন সমস্ত রকম মানুষের রাজনীতির বাইরে এসে এইরকম সংগঠনের পাশে থাকা উচিত। যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ কে দীর্ঘদিন ধরে বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ করে চলেছে। সাপের কামড়ে করণীয় কাজ, কুসংস্কার বিরোধী কর্মসূচি, বিজ্ঞান সম্মত কৃষি, পরিবেশ রক্ষায় বিজ্ঞান মঞ্চের এই ধরণের কাজে আগামী দিনে যখনই তাঁকে ডাকবে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দেন। সবার শেষে পুরস্কার তুলে দেয়া হয় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে।