পাশে আছি”র উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান

নিজস্ব সংবাদদাতা : হুগলী জেলার চেড়াগ্রামের “পাশে আছি” সামাজিক সংগঠন সারাবছর ধরেই মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে সেরকমই আজ ১৫ই জানুয়ারি রবিবার, “পাশে আছি” সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থ পথআশ্রিত মানুষদের শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ কর্মসূচি করা হলো। উপস্থিত ছিলেন আবামার সভাপতি আবু আফজাল জিন্না মহাশয় এবং “পাশে আছি” সংগঠনের সভাপতি গোলাম মাসুদ কয়াল মহাশয় ও সম্পাদক সাহিল মল্লিক মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল অন্যান্য কর্মীরাও। এই মহৎ কর্মসূচিতে উপস্থিত হয়ে আবু আফজাল জিন্না মহাশয় বলেন যে, এই সংগঠন সারাবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে এবং নানান সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত থাকে এই সংগঠন, আমি সবসময় “পাশে আছি”র পাশে আছি, এবং আজ শুধু দুস্থ মানুষ নয় যাদের এই প্রকট শীত নিবারনের জন্য শীত বস্ত্র নেই, যারা সকাল, বিকাল, দুপুর, রাত্রি সব সময়টাই স্টেশন এর পাশে রাস্তায় কাটান, যারা প্রকৃতই খুব অসহায় তাদের হাতে তুলে দেওয়া হলো কম্বল এবং তিনি আরও বলেন মানব সেবায় পরম ধর্ম। এই সংগঠন আরও এগিয়ে যাবে এবং মানব সেবায় আরও নিয়োজিত হবে।

    সংগঠনের সম্পাদক সাহিল মল্লিক বলেন, আজ আমরা বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় যারা এই ঠান্ডায় রাস্তায় কোনো শীতবস্ত্র ছাড়াই শুয়ে আছেন এই প্রকট শীতে তাদের শীত বস্ত্র প্রদান করা হলো। এর পর অন্যান্য স্টেশন এ যাবো এবং এই কর্মসূচী আমাদের চলবে বিভিন্ন জায়গায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হবে পথ আশ্রিত দুস্থ মানুষদের। সারা বছর আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, শীত কালীন বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন এর ব্যবস্থা, থেলাসেমিয়া রোগীদের রক্তের ব্যবস্থা, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, ঠোঁট কাটা বাচ্ছাদের বিনামূল্যে অপারেশন এর ব্যবস্থা এবং আরও অনেক সেবামূলক কাজ করে থাকে আমাদের এই সংগঠন।