|
---|
নবাব মল্লিক, পশ্চিম মেদিনীপুর: দাসপুর,-2ব্লকের অন্তরগত,,6 নং বেনাই গ্রাম পঞ্চায়েতে অবস্থিত kaijuri গ্রামে নদী বাঁধের ওপর একটি সুইলিশ পোল দীর্ঘ দিন প্রায় 2 বৎসর যাবৎ ভেঙে গিয়ে ছিল,, পোল কাজ করছিলো না ,,,,যদি এবার ভারী বর্ষণ হতো তাহলে ঘাটাল দাসপুর সহ বিস্তীন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল ভাবেই ছিল,,,, ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় শ্রী কাশী নাথ মন্ডল দীর্ঘ দিন ধরে,, ইরিগেশন দপ্তর কে বহু বার অভিযোগ জানানোর পরেও কোনো কর্ণপাত করছিলেন না,,,অথচ ওই দপ্তরের দুই দুটি মন্ত্রীর রদবদল হয়ে গিয়েছে,,,,,এটাই স্বাভাবিক,,, কিন্তু মেরামতের কোনো সুরাহের ব্যাবস্থা হচ্ছিলো না,,,,, কিন্তু জনগণের ত্রাতা,,, আমাদের প্রিয় দাদা,,,বাস্তবের যুগ পুরুষ,,, তিনি আর কেউ নন,,,, তিনি বাংলা মায়ের দামাল ছেলে,,,,, আমার এবং আপনাদের আপন জন,,, মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন ইরিগেশন দপ্তর হাতে পাওয়ার কিছু দিনের মধ্যেই আমাদের প্রিয় পশ্চিম মেদিনীপুর জেলার যুবনেতা, যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাননীয় সুদীপ মণ্ডল(বুম্বা দা) যিনি সর্বদা মানুষের পাশে থাকে বিষয়টি তার নজরে আসে এবং দাদা কে বিষয় টি সম্পর্কে জানায়, আমরা ভাবতে পারি নি যে 2 ঘন্টার মধ্যে action কার্যকরী হবে,,,আজ সেখানে ঝড়ের গতিতে চলছে কাজ,,, এবারের বর্ষার আগেই রূপনারায়নের ভারী গর্জনের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা,জয়তু জননেতা তুমি অনন্য, তোমার প্রতি শ্রদ্ধা ,,,ভালোবাসা নিবিড় থেকে নিবিড় তর হোক,,,,,জয় হিন্দ জয় বাংলা,,,