চিন্তায় পরিবারের মানুষ।তবে আজ সকালে ফোন আসায় কিছুটা শান্তি ধুপগুড়ি থেকে অমরনাথে গিয়ে আটকে পড়া যাত্রীদের পরিবার। 

নিজস্ব সংবাদদাতা: ধূপগুড়ি পুরসভার চেয়ারম্যান রাজেশ সিং জানিয়েছেন, একসঙ্গেই অমরনাথ গিয়েছিলেন খলাই গ্রামের বাসিন্দা অপু ভাওয়াল, ধূপগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত দাস, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু পাল, নেতাজি পাড়ার বাসিন্দা টনি পাল, বিধান সাহা এবং অজয় ঘোষ । তাঁদের সকলের খোঁজ মিলেছে। জানা গেছে, তাঁরা সুস্থ আছেন।

    জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে সকলেই নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে ওই ছটি পরিবারের মানুষ সময় কাটিয়েছেন। কোথায় আছে কিভাবে খাচ্ছে কিছুই জানতে না পারায় চোখে জল এসে গিয়েছিল তাদের। একমাত্র ওয়াটসআপ করে তাদের অবস্থান বুঝছিলেন তারা।তবুও কিছুতেই চিন্তামুক্ত হতে পারছিলেন না তারা।অবশেষে আজ সকালে ফোন আসে তারা সকলে ঠিক আছেন এবং ভালো আছেন।এখন তারা দিন গুনছেন তাদের সন্তানদের ফেরত আসার অপেক্ষায়।