|
---|
নিজস্ব সংবাদদাতা:নেপালের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই বাস। মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। রাস্তা থেকে ৪০ ফুট নিচে পড়ে যায় ওই যাত্রী বুঝাই বাসটি। অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার সকালে রাম ছাপে এলাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় 40 ফুট নিচে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় ৯ জনের, পরে আরো ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।আহত হয়েছেন ৩০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। ঠিক কি কারনে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে খারাপ আবহাওয়া ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।