|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তরবঙ্গ এক্সপ্রেসের AC 3টায়ারের কোচ নিয়ে ক্ষোভ জানালো যাত্রীরা।আজ সন্ধ্যায় উত্তরবঙ্গ এক্সপ্রেসের একটি কামড়াকে ঘিরে ক্ষোভ দেখালো যাত্রীরা।তাদের অভিযোগ টাকা নিয়ে কোন উন্নয়ন করছে না রেল।কিভাবে এসি 3টায়ারের এই অবস্থা থাকে সেটা নিয়েও ক্ষোভ জানান তারা। যাত্রীদের অভিযোগ একমাত্র দার্জিলিং মেল ছাড়া অন্য সব ট্রেনের অবস্থা প্রচণ্ড খারাপ।জঘন্য বাথরুম ট্রেনে ওঠার এক ঘন্টা পরে জল পাওয়া যায় না।ট্রেনের খাবার মুখে দেওয়া যায় না। জানলা এবং দরজার অবস্থা একেবারেই শোচনীয়।অথচ রেল কতৃপক্ষ একজন রেলের ঝাড়ুদারের মায়নাও আকাশছোয়া করে রেখেছে। আর যাত্রীদের জন্য কোন ব্যাবস্থাই নেই।শোচনীয় অবস্থা নিরাপত্তারও।রাতে আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়।আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রীরা ট্রেন ছাড়ার আগে বিক্ষোভ দেখান ষ্টেশন মাষ্টারের ঘরে ফলে ট্রেন ছাড়তেও দেরী হয়ে যায়। ষ্টেশন মাষ্টার জানিয়েছেন ব্যাপারটা তিনি উর্ধ্বতন কতৃপক্ষের কাছে মেল করে পাঠিয়েছেন। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে।