|
---|
নিজস্ব সংবাদদাতা :দার্জিলিং মেলকে এনজেপী ছাড়া করা যাবে না বলে দাবী করলেন শিলিগুড়ি এবং কলকাতার যাত্রীরা।তাদের দাবী এইভাবে এই ঐতিহ্যবাহী ট্রেনকে সরালে ভারসাম্য চলে যাবে এন জেপী ষ্টেশনের।তাই তারা অনুরোধ করছেন কোনভাবেই যেন এই ট্রেনকে এন জেপী ষ্টেশন থেকে না সরানো হয়,এ নিয়ে যৌথ আলোচনাও সারেন যাত্রীরা। অনেকেই জানান আমাদের কাছে এন জেপী ষ্টেশন অনেকটা উত্তরবঙ্গের যাত্রীদের কাছে শেয়ালদা ষ্টেশনের মত, এখানকার যাত্রীদের যেমন শেয়ালদা ষ্টেশন ছাড়া অন্য ষ্টেশনে অসুবিধা হয়,তেমনি আমাদের কাছেও এনজেপী ষ্টেশন অনেক অনেক কাছের।তাই আমাদের অনুরোধ দার্জিলিং মেলকে এনজেপী ষ্টেশনেই রাখা হোক।আর দার্জিলিং মেলের গুরুত্ব আলাদা।তাই এই ট্রেনকে সরালেএর গুরুত্ব অনেকটাই কমে যাবে।তারা এর মধ্যে যৌথভাবে এনজেপী ষ্টেশন ম্যানেজারকে আলাদাভাবে চিঠি দেবেন বলে জানান।