|
---|
নিজস্ব সংবাদদাতা : রোপ ওয়ে বিভ্রাট হিমাচল প্রদেশে।রোপওয়ে বিভ্রাটের কারণে মাঝপথে আটকে যাত্রীরা, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে, প্রসঙ্গে জানা গিয়েছে সংলগ্ন এলাকায় রোপওয়ে ট্রলিতে আটকে পড়েন 6 থেকে 7 জন যাত্রী।
ঘটনার খবর প্রকাশ পেতেই যাত্রীদের উদ্ধারের ব্যাপারে তৎপর হয় প্রশাসন। যাত্রীদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার কার্য শুরু হয়েছে। ইতিমধ্যেই 3 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে, বাকিদেরও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।