সারাদিন সময় নষ্ট হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

নতুন গতি: রানওয়ে আজকে হয়ত আর মেরামত করা সম্ভব হবে না। তাই আজকের মত উড়ান বাতিল করবে এয়ারপোর্ট কতৃপক্ষ। সারাদিন টিভিতে খবর দেখে, সবধরনের খাবার খেয়ে এবং মোবাইল ঘেটে সময় কাটিয়ে দিলেন যাত্রীরা। আজ বিকেল সাড়ে পাচটা পযর্ন্ত রান ওয়ে ঠিক হবার কোন সম্ভাবনাই নেই। সারাদিন সময় নষ্ট হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। তাদের বক্তব্য কতৃপক্ষ জানতেন আজকে রানওয়ে মেরামত করা সম্ভব নয় কোনমতেই তবে কেন তাদের আটকে রাখলেন কতৃপক্ষ। প্রচুর গুরুত্বপূর্ণ কাজে কলকাতা যাবার কথা ছিল আমাদের বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষের গাফিলতির কারনে আমাদের সবকিছুই নষ্ট হল আজকে। অন্যদিকে পালটা জবাব দিয়েছে এয়ারপোর্ট কতৃপক্ষও। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা তো বলেই দিয়েছিলেন যাদের প্রচণ্ড দরকার তাদের জন্য কতৃপক্ষ ট্রেনের টিকিটের ব্যাবস্থা করে দিয়েছেন। কাজেই এভাবে কাউকে দোষারোপ করা একেবারেই অনুচিত। অন্যদিকে সারাদিন রানওয়ে সারাতে ইঞ্জিনিয়ারেরা আসলেও সারাদিনের চেষ্টায় সারানো সম্ভব হয় নি রানওয়ে। বাগডোগরা কতৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল দুপুর বারোটার থেকে হয়ত উড়ান আবার আগের মতন চলাচল করবে। তাই আজকে যেসব যাত্রীরা বসেছিলেন তারা কালকের অতিরিক্ত উড়ানে কলকাতা কিংবা অন্য শহরে যেতে পারবেন।আজকের রাতটা যাত্রীদের থেকে যেতে অনুরোধ করেন বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ। যাত্রীরা নিজেরাই খাবারের ব্যাবস্থা করেন দুপুরের খাবারের।