পতাকা ইন্ডাস্ট্রিজ এর হুগলি জেলার আরামবাগ শহরে নতুন অফিসের উদ্বোধন হলো।

নিজস্ব সংবাদদাতা : পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর হুগলি জেলার আরামবাগ শহরে নতুন অফিসের উদ্বোধন হলো। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী মানব দরদী শিক্ষা অনুরাগী আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের সুযোগ্য ছোট পুত্র শাহিল হোসেন, ছিলেন পতাকা আধিকারিক মাননীয় গণেশ সেন, সমাজ সেবী জাহাঙ্গীর আলম, কাজী মোস্তফা, নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার সহ পতাকা পরিবারের সঙ্গে যুক্ত থাকা শুভানুধ্যাহী গন। সকাল থেকে মাদ্রাসার ছাত্ররা কোরআন পাঠ করেন তারপর দোয়া করেন আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যাপক আলহাজ্ব মাওলানা মনজুর আলম কাসেমী সাহেব।