|
---|
বাবলু হাসান লস্কর, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিন চব্বিশ পরগনা জেলার জয়নগরের বকুলতলা নতুনহাট থেকে প্রিয়নাথের মোড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েক হাজার কর্মীরা হাতে পতাকা মুখে তাদের লুটের রাজত্বের অবসান চাই এমনি স্লোগান মধ্য দিয়ে জয়নগর দুই ব্লকের বকুলতলা নতুন হাট থেকে প্রিয়নাথের মোড় পর্যন্ত সিপিআইএমের পথযাত্রা আর এই পথযাত্রা উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গপাধ্যায় সহ সিপিআইএমের রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব। বিশেষ করে সিপি আইএমের সাথে আই এস এফের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চোরের রাজত্বের অবসান চাই এমনই স্লোগান দিতে দিতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করেন। পরে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের গলায় উঠে এলো বাংলা সহ ভারতবর্ষের লুট-তোরাজ চলছে।
বিশেষ করে নওশাদ সিদ্দিককে গ্রেপ্তারের প্রতিবাদে সহ মুক্তির দাবিতে এমনই পথযাত্রা সিপিআইএমের সাথে আই এস এফের পক্ষ থেকে আর যেখানে হাজার হাজার মানুষজন এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন।